অধিনায়ক তামিম দক্ষিণ আফ্রিকার সাথে হেরে সরাসরি যে কারণকে দুষলেন
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচে সবার দুর্দান্ত পার্ফমেন্স এ প্রথম ব্যাটিংয়ে নেমে দারুণ সুবিধা করে ছিলো বাংলাদেশ।কিন্তু আজ ২০মার্চ রোববার দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। কারণ বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে ব্যাটিং শুরু করেছিলো তা উইকেটটা তেমনটা ভালো ছিলনা। ফলে বাংলাদেশ ৭ উইকেট হারের জন্য উইকেট ও নিজের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
Read More : আইপিএল এ দল পেলেন তাসকিন আহমেদ
বাংলাদেশের ক্যাপ্টেন তামিম বলেন সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর ,‘আসলে আমরা যে প্রত্যাশা করেছিলাম আজকের ম্যাচে উইকেটটা সেই প্রত্যাশা অনুযায়ী ছিল না বলে মনে করেন অধিনায়ক তামিম।আমরা সুবিধা করতে পারেনি পেস এবং বাউন্সে উইকেটে। আমরা ব্যাটিংয়ে অনেক ভুল করেছি এবং দক্ষিণ আফ্রিকারা অনেক ভালো বোলিং করেছে।
আমরা খুব তারাতাড়ি উইকেট হারিয়েছি।আমরা মাঝে ওভার গুলোতে আরও বেশি রান করতে পারতাম।প্রথমেই উইকেট হারিয়ে আমরা অনেকটা চাপে পড়ছিলাম।তবুও আমরা সেখান থেকে ১৯৪ রান করেছিলাম। আর হারের জন্য দিন শেষে আমরা অনেক কিছুকে দোষ দিতে পারি, কিন্তু আমরা খারাপ খেলেছি অনেক এটাই বড় দোষ।২৩০-২৪০ রান যদি হত তাহলে সিচুয়েশন ভিন্ন হতে পারত আমাদের। ’
এছাড়াও আজকের টস নিয়ে তামিম বলেন,‘আপাতদৃষ্টিতে আমাদের টসে জিতে ব্যাটিং না করলে ভালো হত।পাওয়ার প্লেতে ডি ককের আক্রমণে বোলারদের উপর বাংলাদেশের বোলাররা হতবাক হয়ে যায়। দক্ষিণ দক্ষিন আফ্রিকার বোলাররা পিচের জন্য ভালো বাউন্সকে কাজে লাগাতে পেরেছে।

1 Comments
dextspicexme-1990 Mary Sanchez download
ReplyDeletelandlasider